Rice wbcs Study Material pdf || Food SI Top 100 Gk Question || Rice wbcs mock test pdf
1. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে?
- গুজরাট
- কেরালা ✓
- পাঞ্জাব
- মহারাষ্ট্র
2. রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় ?
- আন্দিজ পর্বত
- রকি পর্বত
- আল্পস পর্বত ✓
- বিন্ধ্য পর্বত,
3. জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- ওয়াশিংটন
- টোকিও
- রোম
- নিউইয়র্ক ✓
4. জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
- বক্সিং ✓
- হকি
- কবাডি
- টেনিস
5. কাঁচি কোন শ্রেনীর লিভার ?
- প্রথম শ্রেণির ✓
- দ্বিতীয় শ্রেণির
- তৃতীয় শ্রেণির
- উপরের কোনটাই নয়
6. পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি ?
A হাওয়াই দ্বীপ
B বরবুদুরের স্তূপ ✓
C রামেশ্বরের মন্দির
D বুর্জ খলিফা
7. ১০০ মিটার দৌড়ে দুতি চাঁদকে পরাজিত করে Federation Cup এ সোনা জিতলো কে ?
A হিমা দাস
B এস. ধনলক্ষ্মী ✓
C অৰ্চনা সুসিদ্ৰন
D পি.টি. ঊষা
8. চৌম্বক আবেশের একক কি ?
A হেনরি
B গাউস
C ওয়েবার ✓
D ওরস্টেড
9. দিল্লী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ‘Innovation Lab' তৈরি করলো কোন কোম্পানি ?
- Nokia
- Samsung ✓
- Microsoft
- Xiomi
10. প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ ?
- দক্ষিণ আফ্রিকা
- সুইডেন
- কানাডা
- চীন✓
11. কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় ?
- সিমলা
- ঋষিকেশ
- মুসৌরি ✓
- নৈনিতাল
12. বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
A কবাডি
B সাঁতার ✓
C রেসলিং
D ওয়াটার পোলো
13. NCC তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশ গ্রহণের অনুমোদন করলো কোন রাজ্যের হাইকোর্ট ?
A কৰ্ণাটক
B কেরালা ✓
C ঝাড়খণ্ড
D মহারাষ্ট্র
14. আঙ্কোর ভাট মন্দির কোথায় অবস্থিত ?
A ভিয়েতনাম
B কম্বোডিয়া✓
C পাকিস্তান
D ভুটান
15. The Race of my Life বইটি কার লেখা ?
A পিটি ঊষা
B ঝুলন গোস্বামী
C হিমা দাস
D মিলখা সিং ✓
16. IPL 2021 এর অফিসিয়াল পার্টনার হিসাবে ঘোষিত হলো কোন কোম্পানি ?
A. Unacademy ✓
B. BYJU'S
C. Upstox
D. Vivo
17. কানাডার জাতীয় খেলা কি ? .
A রাগবি
B ল্যাকরোসে ✓
C ক্রিকেট
D লন টেনিস
18. JCB Prize 2020 এর জন্য মনোনীত হওয়া ‘Undertow' শিরোনামে বইটি কার লেখা ?
A জাহ্নবী বড়ুয়া ✓
B অরুন্ধতী রায়
C গৌরি মিত্র
D ঝুম্পা লাহিড়ী
19. ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় ?
A ১৭৭১ সালে ✓
B ১৭৮১ সালে
C ১৭৯১ সালে
D ১৭৯৩ সালে
20.‘দরবেশের সুলতান' নামে কে পরিচিত ছিলেন ?
A কুতুব উদ্দিন আইবক
B নাসিরুদ্দিন মহম্মদ ✓
C ইলতুৎমিস
D কাইকোবাদ
21. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?
A বলের সংজ্ঞা
B বলের পরিমাণ ✓
C বলের ক্রিয়া
D ঘর্ষণ বল
22. National Security Guard এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে
A কুলদীপ সিং
B এম.এ. গণপতি ✓
C দিলরাজ যাদব
D ভি.এস. কোঠারি
23. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চারী কোশ আছে ?
A শিউলি
B বট
C ফণীমনসা✓
D সেগুন
24. সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ককে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক ?
A ১ কোটি
B ২ কোটি ✓
C ৫ কোটি
D ১০ কোটি
25. হুমায়ুন নামা কার লেখা ?
A আকবর
B গুলবদন বেগম✓
C আবুল ফজল
D জাহাঙ্গীর
26. সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
A মণিপুর ✓
B নাগাল্যান্ড
C মেঘালয়
D আসাম
27. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি ?
A চিক্কা
B দক্ষিণ ব্রাজিলের লাগোয়া-দো- পাতো ✓
C মধ্য এশিয়ার মরুসাগর
D উলার
28. অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিল ?
A ভগৎ সিং
B বিপিন চন্দ্ৰ পাল
C যতীন দাস ✓
D সুভাষ চন্দ্র বসু
29. কেইল খাল কার কার সাথে যুক্ত ?
A ভূমধ্যসাগর ও কালো সাগর
B প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
C উত্তর সাগর ও ব্যালটিক সাগর✓
D ভূমধ্যসাগর ও লাল সাগর
30. "বুদ্ধচরিত" কোন যুগে রচিত হয়েছিল ?
A মৌর্য
B পাল
C গুপ্ত
D কুষাণ ✓
31. সুলতান মামুদের পিতার নাম কী ?
A বুখরা খাঁ
B সবুক্তগীন ✓
C তৈমুর
D এদের কেউই নন
32. ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল ?
A চালুক্য
B রাষ্ট্রকূট ✓
C সেন
D পাল
33. রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
A ১২ জন
B ১৪ জন ✓
C ১৬ জন
D ২১ জন
34. কোন বছর মুসলীম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?
A ১৯২০ সালে
B ১৯৩০ সালে
C ১৯৪০ সালে ✓
D ১৯৫০ সালে
35. ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?
C 25 বছর
B 30 বছর
C 35 বছর ✓
D 40 বছর
36. কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে ?
A বখতিয়ার খিলজি ✓
আলাউদ্দিন খলজী
© মহম্মদ বিন তুঘলক
D এদের কেউই নন
37. নিউট্রন কে আবিষ্কার করেন ?
A রবার্ট হুক
B বেঞ্জামিন
C আলেকজান্ডার ডাফ
D জেমস চ্যাডউইক✓
38. চুখা প্রকল্প কোথায় রয়েছে ?
A নেপাল
B ভুটান✓
C মায়ানমার
D বাংলাদেশ
39. অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে ?
A বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C সুনীল গঙ্গোপাধ্যায়✓
D শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
40. দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
A রাজস্থান ✓
B উত্তরপ্রদেশ
C মহারাষ্ট্র
D বিহার
41. নীচের কোনটি নোবেল গ্যাস নয় ?
A নিয়ন
B আর্গন
C হাইড্রোজেন /✓
D হিলিয়াম
42.খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
A আলাউদ্দিন খলজি ✓
B গিয়াসউদ্দিন খলজি
C জালালউদ্দিন খলজি
D এদের কেউই নন
43. ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন ?
A জাহাঙ্গীর ✓
B আকবর
C হুমায়ুন
D শাহজাহান
44. মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন ?
A ১৯০২ সালে
B ১৯০৯ সালে
C ১৯১৫ সালে ✓
D ১৯২২ সালে
45. তহকিক-ই-হিন্দ বইটি কার লেখা ?
A আবুল কাশেম
B আবুল ফজল
C অলবিরুনী ✓
D তানসেন
46. নীচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে ?
A ভারত
B পাকিস্তান
C মার্কিন যুক্তরাষ্ট্র✓
D ইংল্যান্ড
47. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল ?
A রাজগৃহে
B বৈশালিতে
C পাটলিপুত্রে
D কাশ্মীরে✓
48. অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত ?
A মহাবীর
B শ্রী চৈতন্যদেব
C গৌতম বুদ্ধ ✓
D গুরুনানক
49. 'দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?
A আকবর ✓
B শাহজাহান
C গুরুনায়ক দেব
D কবীর
50. কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?
A মহাত্মা গান্ধী ✓
B জওহরলাল নেহেরু
C আবুল কলাম আজাদ
D এদের কেউই নন
51. "হান্টার কমিশন" নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ?
A উচ্চ শিক্ষা ✓
B অস্ত্র আইন
C জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
D কোনটিই নয়
52. Imperial Bank বর্তমানে কি নামে পরিচিত ?
A. UBI
B. SBI✓
C. RBI
D. ICICI
53. কে মহাপ্রভু নামে পরিচিত ছিলেন ?
A চৈতন্যদেব✓
B শঙ্করাচার্য
C রামানন্দ
D এদের কেউই নন
54. মহারাষ্ট্রে "শিবাজী উৎসব" এর প্রবর্তক কে ছিলেন ?
A দাদাভাই নৌরজি
B লালা হরদয়াল
C বাল গঙ্গাধর তিলক✓
D এম. জি. রাণাডে
55. মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল ?
A আন্দামানে
B চট্টগ্রামে ✓
C ব্যারাকপুরে
D মেদিনীপুরে
56 ‘লাক্সবক্স' কাকে বলা হত ?
A কুতুবউদ্দিন আইবক ✓
B ইলতুৎমিস
C রাজিয়া
D রকন-উদ্দিন
57. নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল
A সান্দাকফু
B সারামতি✓
C শিলং
D গুরুশিখর
58. ইবন বতুতা কোন দেশের পর্যটক ?
A চীন
B ইরাক
C মরক্কো ✓
D জাপান
59. রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন ?
A ইলতুৎমিস✓
B নাসিরুদ্দিন মহম্মদ
C কুতুব উদ্দিন আইবক
D রুকউদ্দিন
60. অক্ষর অনিতা চানু কীসের জন্য অর্জুন পুরস্কার পান ?
A জুডো ✓
B কবাডি
C শ্যুটিং
D গলফ
61. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
A আসাম
B সিকিম
C মধ্যপ্রদেশ
D ঝাড়খণ্ড ✓
62. India's Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?
A সত্যজিৎ রায়
B সিমি গারেওয়াল✓
C মীরা নায়ার
D শ্যাম বেনেগাল
63. 'Dawn Under The Dome' শিরোনামে ই-বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর ?
A হরিয়ান
B কেরালা
C মহারাষ্ট্র✓
D গুজরাট
64. খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয় ?
A ১২৬০ খ্রিস্টাব্দে
B ১২৭০ খ্রিস্টাব্দে
C ১২৮০ খ্রিস্টাব্দে
D ১২৯০ খ্রিস্টাব্দে ✓
65. কোন নদীর সবথেকে বড় নিকাশী ব্যবস্থা আছে ?
A নীল
B মিসিসিপি
C আমাজন ✓
D কঙ্গো
66. ২০২১ সালের মে মাসে 'Asian Boxing Championships' হোস্ট করবে কোন দেশ ?
A ভারত ✓
B শ্রীলঙ্কা
C বাংলাদেশ
D মালদ্বীপ
67. যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক ?
A Fat✓
B পারদ
C ক্যাডমিয়াম
D তামা
68. বৈদ্যুতিক বাল্বের ভেতর কি থাকে ?
A হাইড্রোজেন গ্যাস
B কার্বন ডাই অক্সাইড গ্যাস
C নাইট্রোজেন গ্যাস✓
D অ্যামোনিয়া গ্যাস
69. BOD এর পুরো কথাটি কি ?
A. Biological Oxygen Demand ✓
B. Biooxyzen Opposition Declare
C. Biological Oxygen Deficity
D. Best Oxygen Department
70. 'বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় ?
A ১৪ই সেপ্টেম্বর
(B) ১৪ই অক্টোবর
৫ ১৪ই নভেম্বর✓
D ১৪ই ডিসেম্বর
80. ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ?
A পশ্চিমবঙ্গ
B উত্তরপ্রদেশ ✓
C দিল্লি
D তামিলনাড়ু
90. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
A ১৯০৩ সালে
B ১৯০৫ সালে ✓
C ১৯০৭ সালে
D ১৯০৯ সালে
91.আমাদের প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে ?
A পরিচলন
B বিকিরণ
C কৈশিক ক্রিয়ায়✓
D কোনটিই নয়।
92. 'বিশ্ব অরণ্য দিবস' পালন করা হয় কবে ?
A ২১শে মার্চ ✓
B ২২শে মার্চ
C ২৩শে মার্চ
D ২১শে জুন
93. World Happiness Report 2021' তে ভারতের স্থান কত ?
A ১৪০
B ১৪৯
C ১৩৯ ✓
D ১৩১
94. মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট প্রথম ডবল সেঞ্চুরি করেছেন কে ?
® স্মৃতি মান্ধানা
B মিতালি রাজ ✓
C হারমানপ্রীত কাউর
D মানসী জোশী
95. ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে ?
A ফ্রান্সে
B জার্মানিতে
C ব্রিটেনে✓
D ইতালিতে
96. প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে ?
A রিজ আহমেদ✓
B ইমরান মালিক
C পারভেজ আলম
D নাভিদ রেজওয়ান
97. Awaam ki Baat' নামে রেডিও পোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ?
A লাদাখ
B জম্মু-কাশ্মীর ✓
C পুদুচেরি
D আন্দামান ও নিকোবর
98. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?
A ১৯২৫ খ্রিস্টাব্দে
B ১৯৩০ খ্রিস্টাব্দে✓
C ১৯৩৫ খ্রিস্টাব্দে
D ১৯৪০ খ্রিস্টাব্দে
99. রসায়নের জনক কাকে বলা হয় ?
A নিউটন
B মাদাম কুরি
C রবার্ট বয়েল ✓
Dডারউইন
100. বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে ?
A বাংলাদেশ
B ভারত
C সিঙ্গাপুর✓
D মালদ্বীপ
101. কর্নাটক রাজ্য কবে সৃষ্টি হয় ?
A ১৯৭১ সালে
B ১৯৭৩ সালে✓
C ১৯৭৫ সালে
D ১৯৭৭ সালে
102. International Solar Alliance এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?
A বিজয় ভট্ট
(B) বিনোদ যাদব
C রাধাকান্ত মথুর
D অজয় মথুর ✓
103. অপুষ্টির বিরুদ্ধে লড়তে SAAMAR ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য ?
A রাজস্থান
B ঝাড়খণ্ড ✓
C বিহার
D পশ্চিমবঙ্গ
104. মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজন; লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
A উত্তরপ্রদেশ
B গুজরাট
C আসাম
D রাজস্থান✓
.jpg)
