History MCQ Test For WBCS || wbcs History Previous Year Question Paper In Bengali ||

0

 History MCQ Test For WBCS || wbcs History Previous Year Question Paper In Bengali || 

History MCQ Test For WBCS || wbcs History Previous Year Question Paper In Bengali ||


 1. কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্দে বয়কট আন্দোলনের ডাক দেওয়া  হয় ?

  1. সঞ্জীবনি
  2. বেঙ্গল গেজেট
  3. তত্ত্ববোধিনী
  4. যুগান্তর

2. বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত (Universalist) বলেছিলেন?

  1. শ্রীরামকৃষ্ণ
  2. বিবেকানন্দ
  3. রাজা রামমোহন রায়
  4. অরবিন্দ ঘোষ

3. ভারতে ইংরাজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথম কোন ইংরেজ বলেন ?

  1. চার্লস গ্রান্ট
  2. লর্ড ওয়েলেসলি
  3. ডিরোজিও
  4. হ্যালহেড

4. স্বরাজ্য দলের মূল কর্মসূচি কি ছিল ?

  1. ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন
  2. পূর্ন স্বরাজ
  3. হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা
  4. সাংবিধানিক সংস্কার

5. 1855-56 সলে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?

  1. সিধু ও ছাকাড়া
  2. সিধু ও কানজ
  3. ছাকারা ও বেগরা
  4. চোরা ও ছাকড়া

6. শিসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতা কে?

  1. আবুল কালাম আজাদ
  2.  জওহর লাল নেহরু 
  3. এস রাধাকৃষ্ণ
  4.  এস গোপালান

7. কোন সংবাদপত্রটি সবথেকে আগে প্রকাশিত হয়েছিল? 

  1. ইন্ডিয়ান সোশ্যাল রিফারি
  2. মাদ্রাজ মেল
  3. বেঙ্গল গেজেট 
  4. টাইমস অব ইন্ডিয়া

8. নীলদর্পন-এর রচয়িতা কে ছিলেন?

  1. দীনবন্ধু মিত্র
  2. দেবেন্দ্রনাথ ঠাকুর 
  3. হরিশচন্দ্র মুখার্জী 
  4. দীনবন্ধু মিত্র

9. কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে করে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় ?

  1. 1865
  2. 1935
  3. 1919
  4. 1892

10. বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন?

  1. অবোধ
  2. বাংলা 
  3. বিহার 
  4. অন্ধ্ৰ

11. কে একজন চরমপন্থী ছিলেন না?

  1. বাল গঙ্গাধর তিলক
  2. মদন লাল সিংড়া
  3. উধর্ম সিং
  4. গোপালকৃষ্ণ গোখলে

12. অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন শুরু করেছিলেন- কে আলাদা ভাবে হোমরুল আন্দোলন শুরু করেছিলেন ?

  1. অরবিন্দ ঘোষ
  2. বাল গঙ্গাধর তিলক
  3. বিপিনচন্দ্র পাল
  4. লালা লাজপত রায়

13. কোথায় প্রথম I.N.A.-এর অস্তিত্ব পাওয়া গেছিল ?

  1. জাপান
  2. মালয়েশিয়া 
  3. কর্মা
  4. সিঙ্গাপুর

14. কিসের পরাজয়ের পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ?

  1. ক্রিপস মিশন
  2. সাইমন কমিশন
  3. ক্যাবিনেট মিশন
  4. কোনোটিই নয়

15. নিম্নলিখিত কার চিন্তাভাবনার সাথে গান্ধিজীর চিন্তাভাবনার মিল পাওয়া गान ?

  1. কাল মার্কস
  2. হিটলার
  3.  টলস্টয়
  4. লেনিন

16. দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

  1. রামসে ম্যাকডোনাল্ড
  2. ক্লিমেন্ট অ্যাটলি
  3. নেভেলি চেম্বারলিন 
  4. কোনোটিই নয়

17. 1938 সালের ন্যাশনাল প্লানিং কমিটি কে নিযুক্ত করেছিলেন?

  1. নৈতাজি সুভাষচন্দ্র বসু
  2. ডঃ রাজেন্দ্রপ্রসাদ
  3. পন্ডিত জওহরলাল নেহেরু 
  4. সর্দার বলভভাই প্যাটেল

18. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

  1. কলকাতা
  2. ম্যাঞ্জেস্টার
  3. বোম্বে
  4.  লন্ডন

19. ক্রিপস মিশন কার সময়ে ভারতে প্রত্যাবর্তন করেছিল?

  1. লর্ড ওয়াভেল
  2. লর্ড মাউন্টব্যাটেন
  3. লর্ড লিনলিথগো
  4. লর্ড ওয়েলিংটা

20. বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন ?

  1. মহাত্মা গান্ধী
  2. জওহরলাল নেহরু
  3. মদনমোহন মালব্য 
  4. কোনোটিই নয়

21. রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন-গন-মন, সালের জানুয়ারি মাসে প্রথম কোথায় প্রকাশিত হয় ?

  1. তত্ত্ববোধিনী
  2. রাষ্ট্র জাগৃতি 
  3. ভারতবিধাতা
  4. কোনোটিই নয়

22. ব্রিটিশ শাসকরা কাকে, “ভারতের বিক্ষোভকারী নেতা” বলে অভিহিত করত ?

  1. গোপালকৃষ্ণ গোখলে
  2. বালগঙ্গাধর তিলক
  3. সুভাষচন্দ্র বোস
  4. এম. কে. গান্ধী

23. নিম্নলিখিত কোন বিপ্লবীর কাকোরী ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় নি?

  1. রামপ্রসাদ বিসমিল
  2. রাজেন্দ্র লাহিড়ী
  3. মানমাতু গুপ্ত
  4. আসফাকুল্লাহ

24. আইন অমান্য আন্দোলন সবচেয়ে বেশি কারা যোগদান করেছিল?

  1. ছাত্ররা
  2. বয়স্করা
  3. ব্যবসায়ী এবং সৈনিকরা
  4. মহিলারা

25. 1906-এর অক্টোবরে কে অনুশীলন সমিতির সূচনা করেন?

  1. বারীন্দ্র কুমার ঘোষ
  2. হেমচন্দ্ৰ কানুনগো
  3. পুলিনবিহারী দাস 
  4. অরবিন্দ ঘোষ

2৬) 'A nation in Making' গ্রন্থটি কার লেখা?

  1.  সুরেন্দ্রনাথ ব্যানার্জি ✓
  2. রমেশচন্দ্র দত্ত 
  3. দাদাভাই নৌরজি 
  4. সুভাষচন্দ্র বসু

2৭) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছিল?

  1. সাম্যের অধিকার ✓
  2. স্বাধীনতার অধিকার 
  3. ধর্মীয় স্বাধীনতার অধিকার 
  4. কোনটিই নয়

2৮) 'Father of the Constitution of India' — কাকে বলা হয় ?

  1. মহাত্মা গান্ধি
  2. ডঃ বি. আর আম্বেদকর✓
  3. পন্ডিত জওহরলাল নেহরু 
  4. ডঃ রাজেন্দ্র প্রসাদ

2৯) ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল ?

  1. জানুয়ারি ১৯৫০
  2. মে, ১৯৪৬ 
  3. অক্টোবর ১৯৪৮ ✓
  4.  জুন ১৯৪১

3০) National Excise Day কবে পালিত হয় ?

  1. 24 February ✓
  2. 24 March 
  3. 24 April 
  4. 24 June

31) নির্মল গ্রাম পুরষ্কার কিসের সাথে সম্পর্কিত?

  1.  গ্রামীণ পানীয় জল
  2. বনভূমির সম্প্রসারণ
  3. প্রাথমিক শিক্ষাপন 
  4. সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচী ✓

32) কলম্বিয়ার স্নেক মালভূমি কী জাতীয় মালভূমি ? 

  1.  লাভা ✓
  2. মহাদেশীয় 
  3. ব্যবচ্ছিন্ন 
  4. পর্বত বেষ্টিত

33) জাপানের ফুজিয়ামা কি আগ্নেয়গিরি?

  1. জীবন্ত ✓
  2. মৃত
  3. সুপ্ত
  4. কোনটাই নয়

34) শল্কমোচন কোন শিলায় বেশি দেখা যায় ?

  1. এম্ফিবোলাইট
  2. গ্রানাইট ✓
  3. ব্যাসল্ট
  4. পারফাইরি

35) ‘Independent' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

  1. জওহরলাল নেহরু
  2. মতিলাল নেহরু ✓
  3. অ্যানি বেসান্ত 
  4. আম্বেদকর

36) ইংরেজ কোম্পানির বাণিজ্যনীতির ফলে ভারতীয় কোন শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ?

  1. সুতি ও রেশমজাত বস্তুশিল্প ✓
  2. মশালা
  3. নীল
  4. জাহাজ শিল্প

37) নব্যবঙ্গ আন্দোলনের গুরু কাকে বলা হয় ?

  1. রামমোহন রায়
  2. ডিরোজিও ✓
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর 
  4. বিদ্যাসাগর

38) কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার হয়?

  1. সরলাদেবী চৌধুরানী
  2. সরোজিনী নাইডু 
  3. রমা বাই ✓
  4. কমলা দেবী

39) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংক্রান্ত হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?

  1. ১৯১৯ সালে ✓
  2. ১৯২০ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯২২ সালে

40) বিধবা-বিবাহ আইন কত সালে পাস হয় ?

  1. ১৮২৯ সালে
  2. ১৮৩৩ সালে 
  3. ১৮৫৬ সালে ✓
  4. ১৮৫৮ সালে

41) ৩১ শে অক্টোবর ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হন, সেই দিনটি কী বার ছিল?

  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার ✓
  4. শুক্রবার

42) 'Gift to Monotheist' বইটি কার লেখা?

  1.  লর্ড কার্জন
  2. ডিরোজিও  
  3. রবীন্দ্রনাথ ঠাকুর 
  4. রাজা রামমোহন রায় ✓

43) ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে যদি

  1. উৎপাদনের জাতীয় করণ করা হয়
  2. সর্বাত্মক বিপ্লব গড়ে তোলা ✓
  3. শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত হয় 
  4. কৃষক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়

44) কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন?

  1. ২৪ তম ✓
  2.  ২৫ তম 
  3. ৭৫ তম 
  4. ৮৫ তম

45) বর্তমানে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বেশী অংশ আসে কোন ক্ষেত্র থেকে ?

  1. প্রাইমারি ✓
  2. সেকেন্ডারি 
  3. টার্শিয়ারি 
  4. সবগুলি সমান

46) ১৮০৬ সালে প্রথম কোন ব্যাঙ্ক কাগুজে নোট বা Paper Currency চালু করে ?

  1. Bank of Bangal ✓
  2. East India Bank 
  3. Bank of Bombay  
  4. Bank of Madras Kolka

47) ব্রেটেনউড টুইন্‌স্‌ কোন দুটি সংস্থাকে বলা হয় ?

  1. IMF & World Bank ✓
  2. B and C Both 
  3. IMF & WTO 
  4. IMF & IBRD

48) ১৯৫৭ সালে ‘Inner - 6' এর ছয়টি দেশ রোম চুক্তির মাধ্যমে কি গঠন করেছিল ? 

  1. PATA
  2. NAFTA
  3. World Food Organation 
  4. Europian Economic Community ✓

49) কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাঁঙ্ক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে?

  1.  HDFC
  2. ICICI ✓
  3. SBI 
  4. HSBC

50) ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি?

  1. বৈদেশিক সাহায্য
  2. সরকারি সংস্থাগুলির লভ্যাংশ
  3. আন্তর্জাতিক সংস্থাগুলির থেকে ঋণ গ্রহণ 
  4. কর এবং ঋণ ✓
History Mock Test Set-03 Click Hear
Food Si Mock Test Set-15 Click Hear
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)