History MCQ Test For WBCS || wbcs History Previous Year Question Paper In Bengali ||
1. কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্দে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?
- সঞ্জীবনি
- বেঙ্গল গেজেট
- তত্ত্ববোধিনী
- যুগান্তর
2. বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত (Universalist) বলেছিলেন?
- শ্রীরামকৃষ্ণ
- বিবেকানন্দ
- রাজা রামমোহন রায়
- অরবিন্দ ঘোষ
3. ভারতে ইংরাজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথম কোন ইংরেজ বলেন ?
- চার্লস গ্রান্ট
- লর্ড ওয়েলেসলি
- ডিরোজিও
- হ্যালহেড
4. স্বরাজ্য দলের মূল কর্মসূচি কি ছিল ?
- ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন
- পূর্ন স্বরাজ
- হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা
- সাংবিধানিক সংস্কার
5. 1855-56 সলে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?
- সিধু ও ছাকাড়া
- সিধু ও কানজ
- ছাকারা ও বেগরা
- চোরা ও ছাকড়া
6. শিসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির রচয়িতা কে?
- আবুল কালাম আজাদ
- জওহর লাল নেহরু
- এস রাধাকৃষ্ণ
- এস গোপালান
7. কোন সংবাদপত্রটি সবথেকে আগে প্রকাশিত হয়েছিল?
- ইন্ডিয়ান সোশ্যাল রিফারি
- মাদ্রাজ মেল
- বেঙ্গল গেজেট
- টাইমস অব ইন্ডিয়া
8. নীলদর্পন-এর রচয়িতা কে ছিলেন?
- দীনবন্ধু মিত্র
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- হরিশচন্দ্র মুখার্জী
- দীনবন্ধু মিত্র
9. কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে করে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় ?
- 1865
- 1935
- 1919
- 1892
10. বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন?
- অবোধ
- বাংলা
- বিহার
- অন্ধ্ৰ
11. কে একজন চরমপন্থী ছিলেন না?
- বাল গঙ্গাধর তিলক
- মদন লাল সিংড়া
- উধর্ম সিং
- গোপালকৃষ্ণ গোখলে
12. অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন শুরু করেছিলেন- কে আলাদা ভাবে হোমরুল আন্দোলন শুরু করেছিলেন ?
- অরবিন্দ ঘোষ
- বাল গঙ্গাধর তিলক
- বিপিনচন্দ্র পাল
- লালা লাজপত রায়
13. কোথায় প্রথম I.N.A.-এর অস্তিত্ব পাওয়া গেছিল ?
- জাপান
- মালয়েশিয়া
- কর্মা
- সিঙ্গাপুর
14. কিসের পরাজয়ের পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ?
- ক্রিপস মিশন
- সাইমন কমিশন
- ক্যাবিনেট মিশন
- কোনোটিই নয়
15. নিম্নলিখিত কার চিন্তাভাবনার সাথে গান্ধিজীর চিন্তাভাবনার মিল পাওয়া गान ?
- কাল মার্কস
- হিটলার
- টলস্টয়
- লেনিন
16. দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
- রামসে ম্যাকডোনাল্ড
- ক্লিমেন্ট অ্যাটলি
- নেভেলি চেম্বারলিন
- কোনোটিই নয়
17. 1938 সালের ন্যাশনাল প্লানিং কমিটি কে নিযুক্ত করেছিলেন?
- নৈতাজি সুভাষচন্দ্র বসু
- ডঃ রাজেন্দ্রপ্রসাদ
- পন্ডিত জওহরলাল নেহেরু
- সর্দার বলভভাই প্যাটেল
18. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
- কলকাতা
- ম্যাঞ্জেস্টার
- বোম্বে
- লন্ডন
19. ক্রিপস মিশন কার সময়ে ভারতে প্রত্যাবর্তন করেছিল?
- লর্ড ওয়াভেল
- লর্ড মাউন্টব্যাটেন
- লর্ড লিনলিথগো
- লর্ড ওয়েলিংটা
20. বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন ?
- মহাত্মা গান্ধী
- জওহরলাল নেহরু
- মদনমোহন মালব্য
- কোনোটিই নয়
21. রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন-গন-মন, সালের জানুয়ারি মাসে প্রথম কোথায় প্রকাশিত হয় ?
- তত্ত্ববোধিনী
- রাষ্ট্র জাগৃতি
- ভারতবিধাতা
- কোনোটিই নয়
22. ব্রিটিশ শাসকরা কাকে, “ভারতের বিক্ষোভকারী নেতা” বলে অভিহিত করত ?
- গোপালকৃষ্ণ গোখলে
- বালগঙ্গাধর তিলক
- সুভাষচন্দ্র বোস
- এম. কে. গান্ধী
23. নিম্নলিখিত কোন বিপ্লবীর কাকোরী ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় নি?
- রামপ্রসাদ বিসমিল
- রাজেন্দ্র লাহিড়ী
- মানমাতু গুপ্ত
- আসফাকুল্লাহ
24. আইন অমান্য আন্দোলন সবচেয়ে বেশি কারা যোগদান করেছিল?
- ছাত্ররা
- বয়স্করা
- ব্যবসায়ী এবং সৈনিকরা
- মহিলারা
25. 1906-এর অক্টোবরে কে অনুশীলন সমিতির সূচনা করেন?
- বারীন্দ্র কুমার ঘোষ
- হেমচন্দ্ৰ কানুনগো
- পুলিনবিহারী দাস
- অরবিন্দ ঘোষ
2৬) 'A nation in Making' গ্রন্থটি কার লেখা?
- সুরেন্দ্রনাথ ব্যানার্জি ✓
- রমেশচন্দ্র দত্ত
- দাদাভাই নৌরজি
- সুভাষচন্দ্র বসু
2৭) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছিল?
- সাম্যের অধিকার ✓
- স্বাধীনতার অধিকার
- ধর্মীয় স্বাধীনতার অধিকার
- কোনটিই নয়
2৮) 'Father of the Constitution of India' — কাকে বলা হয় ?
- মহাত্মা গান্ধি
- ডঃ বি. আর আম্বেদকর✓
- পন্ডিত জওহরলাল নেহরু
- ডঃ রাজেন্দ্র প্রসাদ
2৯) ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল ?
- জানুয়ারি ১৯৫০
- মে, ১৯৪৬
- অক্টোবর ১৯৪৮ ✓
- জুন ১৯৪১
3০) National Excise Day কবে পালিত হয় ?
- 24 February ✓
- 24 March
- 24 April
- 24 June
31) নির্মল গ্রাম পুরষ্কার কিসের সাথে সম্পর্কিত?
- গ্রামীণ পানীয় জল
- বনভূমির সম্প্রসারণ
- প্রাথমিক শিক্ষাপন
- সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচী ✓
32) কলম্বিয়ার স্নেক মালভূমি কী জাতীয় মালভূমি ?
- লাভা ✓
- মহাদেশীয়
- ব্যবচ্ছিন্ন
- পর্বত বেষ্টিত
33) জাপানের ফুজিয়ামা কি আগ্নেয়গিরি?
- জীবন্ত ✓
- মৃত
- সুপ্ত
- কোনটাই নয়
34) শল্কমোচন কোন শিলায় বেশি দেখা যায় ?
- এম্ফিবোলাইট
- গ্রানাইট ✓
- ব্যাসল্ট
- পারফাইরি
35) ‘Independent' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
- জওহরলাল নেহরু
- মতিলাল নেহরু ✓
- অ্যানি বেসান্ত
- আম্বেদকর
36) ইংরেজ কোম্পানির বাণিজ্যনীতির ফলে ভারতীয় কোন শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ?
- সুতি ও রেশমজাত বস্তুশিল্প ✓
- মশালা
- নীল
- জাহাজ শিল্প
37) নব্যবঙ্গ আন্দোলনের গুরু কাকে বলা হয় ?
- রামমোহন রায়
- ডিরোজিও ✓
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- বিদ্যাসাগর
38) কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার হয়?
- সরলাদেবী চৌধুরানী
- সরোজিনী নাইডু
- রমা বাই ✓
- কমলা দেবী
39) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংক্রান্ত হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?
- ১৯১৯ সালে ✓
- ১৯২০ সালে
- ১৯২১ সালে
- ১৯২২ সালে
40) বিধবা-বিবাহ আইন কত সালে পাস হয় ?
- ১৮২৯ সালে
- ১৮৩৩ সালে
- ১৮৫৬ সালে ✓
- ১৮৫৮ সালে
41) ৩১ শে অক্টোবর ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হন, সেই দিনটি কী বার ছিল?
- সোমবার
- মঙ্গলবার
- বুধবার ✓
- শুক্রবার
42) 'Gift to Monotheist' বইটি কার লেখা?
- লর্ড কার্জন
- ডিরোজিও
- রবীন্দ্রনাথ ঠাকুর
- রাজা রামমোহন রায় ✓
43) ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে যদি
- উৎপাদনের জাতীয় করণ করা হয়
- সর্বাত্মক বিপ্লব গড়ে তোলা ✓
- শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত হয়
- কৃষক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়
44) কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন?
- ২৪ তম ✓
- ২৫ তম
- ৭৫ তম
- ৮৫ তম
45) বর্তমানে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বেশী অংশ আসে কোন ক্ষেত্র থেকে ?
- প্রাইমারি ✓
- সেকেন্ডারি
- টার্শিয়ারি
- সবগুলি সমান
46) ১৮০৬ সালে প্রথম কোন ব্যাঙ্ক কাগুজে নোট বা Paper Currency চালু করে ?
- Bank of Bangal ✓
- East India Bank
- Bank of Bombay
- Bank of Madras Kolka
47) ব্রেটেনউড টুইন্স্ কোন দুটি সংস্থাকে বলা হয় ?
- IMF & World Bank ✓
- B and C Both
- IMF & WTO
- IMF & IBRD
48) ১৯৫৭ সালে ‘Inner - 6' এর ছয়টি দেশ রোম চুক্তির মাধ্যমে কি গঠন করেছিল ?
- PATA
- NAFTA
- World Food Organation
- Europian Economic Community ✓
49) কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাঁঙ্ক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে?
- HDFC
- ICICI ✓
- SBI
- HSBC
50) ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি?
- বৈদেশিক সাহায্য
- সরকারি সংস্থাগুলির লভ্যাংশ
- আন্তর্জাতিক সংস্থাগুলির থেকে ঋণ গ্রহণ
- কর এবং ঋণ ✓
.jpg)
