Rice wbcs Mock Test pdf || Food SI Mock Test || TOP-50

0

 Rice wbcs Mock Test pdf || Food SI Mock Test || TOP-50

 


1. 'A nation in Making' গ্রন্থটি কার লেখা?
ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জি ✓
খ) রমেশচন্দ্র দত্ত
গ) দাদাভাই নৌরজি
ঘ) সুভাষচন্দ্র বসু
2. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছিল?
ক) সাম্যের অধিকার ✓
খ) স্বাধীনতার অধিকার
গ) ধর্মীয় স্বাধীনতার অধিকার
ঘ) কোনটিই নয়
3. 'Father of the Constitution of India' — কাকে বলা হয় ? 

ক) পন্ডিত জওহরলাল নেহরু
খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
গ) মহাত্মা গান্ধি
ঘ) ডঃ বি. আর আম্বেদকর✓
4. ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল ?
ক) মে, ১৯৪৬
খ) অক্টোবর ১৯৪৮ ✓
গ) জুন ১৯৪১

ঘ) জানুয়ারি ১৯৫০
5. National Excise Day কবে পালিত হয় ?
a) 24 February ✓
b) 24 March
c) 24 April
d) 24 June
6. নির্মল গ্রাম পুরষ্কার কিসের সাথে সম্পর্কিত?
ক) গ্রামীণ পানীয় জল
খ) বনভূমির সম্প্রসারণ
গ) প্রাথমিক শিক্ষাপন
ঘ) সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচী ✓
7. কলম্বিয়ার স্নেক মালভূমি কী জাতীয় মালভূমি ?
ক) লাভা ✓
খ) মহাদেশীয়
গ) ব্যবচ্ছিন্ন
ঘ) পর্বত বেষ্টিত
8. জাপানের ফুজিয়ামা কি আগ্নেয়গিরি?
(ক) জীবন্ত ✓
খ) মৃত
গ) সুপ্ত
ঘ) কোনটাই নয়
9. শল্কমোচন কোন শিলায় বেশি দেখা যায় ?
(ক) এম্ফিবোলাইট
খ) গ্রানাইট ✓
গ) ব্যাসল্ট
ঘ) পারফাইরি
10. ‘Independent' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক) জওহরলাল নেহরু
খ) মতিলাল নেহরু ✓
গ) অ্যানি বেসান্ত
ঘ) আম্বেদকর
11. ইংরেজ কোম্পানির বাণিজ্যনীতির ফলে ভারতীয় কোন শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ?
ক) সুতি ও রেশমজাত বস্তুশিল্প ✓
খ) মশালা
গ) নীল
ঘ) জাহাজ শিল্প
12. নব্যবঙ্গ আন্দোলনের গুরু কাকে বলা হয় ?
ক) রামমোহন রায়
খ) ডিরোজিও ✓
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) বিদ্যাসাগর
13. কার নেতৃত্বে মহারাষ্ট্রের সমাজ সংস্কার হয়?
ক) সরলাদেবী চৌধুরানী
খ) সরোজিনী নাইডু
গ) রমা বাই ✓
(ঘ) কমলা দেবী
14. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংক্রান্ত হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় ?
ক) ১৯১৯ সালে ✓
(খ) ১৯২০ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯২২ সালে
15. বিধবা-বিবাহ আইন কত সালে পাস হয় ?
ক) ১৮২৯ সালে
খ) ১৮৩৩ সালে
গ) ১৮৫৬ সালে ✓
ঘ) ১৮৫৮ সালে
16. ৩১ শে অক্টোবর ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হন, সেই দিনটি কী বার ছিল?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার ✓
ঘ) শুক্রবার
17. 'Gift to Monotheist' বইটি কার লেখা?
ক) লর্ড কার্জন
খ) ডিরোজিও
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রাজা রামমোহন রায় ✓
18. ফেরিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে যদি
ক) উৎপাদনের জাতীয় করণ করা হয়
খ) সর্বাত্মক বিপ্লব গড়ে তোলা ✓
গ) শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত হয়
ঘ) কৃষক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়
19. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন?
ক) ২৪ তম ✓
খ) ২৫ তম
গ) ৭৫ তম
ঘ) ৮৫ তম
20. বর্তমানে ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বেশী অংশ আসে কোন ক্ষেত্র থেকে ?
ক) প্রাইমারি ✓
খ) সেকেন্ডারি
গ) টার্শিয়ারি
ঘ) সবগুলি সমান
21. ১৮০৬ সালে প্রথম কোন ব্যাঙ্ক কাগুজে নোট বা Paper Currency চালু করে ?
a) Bank of Bangal ✓
b) East India Bank
c) Bank of Bombay
d) Bank of Madras Kolka
22. ব্রেটেনউড টুইন্‌স্‌ কোন দুটি সংস্থাকে বলা হয় ?
a) IMF & World Bank ✓
b) B and C Both
c) IMF & WTO
d) IMF & IBRD
23. ১৯৫৭ সালে ‘Inner - 6' এর ছয়টি দেশ রোম চুক্তির মাধ্যমে কি গঠন করেছিল ?
a) PATA
b) NAFTA
c) World Food Organation
d) Europian Economic Community ✓
24. কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাঁঙ্ক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে?
 a) HDFC
b) ICICI ✓
c) SBI
d) HSBC
25. ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি?
ক) বৈদেশিক সাহায্য
খ) সরকারি সংস্থাগুলির লভ্যাংশ
গ) আন্তর্জাতিক সংস্থাগুলির থেকে ঋণ গ্রহণ
ঘ) কর এবং ঋণ ✓

26. Fumio Kishida কোন্ দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন ??
ক) চীন
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) জাপান ✓
27. My 11 Circle নামক ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হলেন?
ক) বিরাট কোহলি
(খ) মহম্মদ সিরাজ
গ) রোহিত শর্মা
ঘ) কেউ নন✓
28. ভারতের ৭২ তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে?
(ক) অংশ শৰ্মা
খ) সংকল্প গুপ্ত
গ) প্রিয়ম দেব
ঘ) মিত্রভা গুহ ✓
29. ভারতে প্রথম গোরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করছে কোন রাজ্য সরকার?
ক) পাঞ্জাব
খ) গুজরাট
গ) কেরল
ঘ) উত্তরপ্রদেশ ✓
30. কোন রাজ্যের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রানী কমলাপতি রেলওয়ে স্টেশন রাখা হল ?
ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ✓
গ) ছত্তিশগড়
ঘ) মহারাষ্ট্র

31. Legends League Cricket-এ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন  কে?
ক) রবি শাস্ত্রী
খ) কপিল দেব
গ) ভিভিএস লক্ষ্মণ
ঘ) সৌরভ গাঙ্গুলি ✓
32. সম্প্রতি কোন রাজ্যের শিক্ষা দপ্তর Old Skoch Award জিতল?
ক) ওড়িশা
খ) অসম
গ) পশ্চিমবঙ্গ✓
 ঘ) কৰ্ণাটক
33. সম্প্রতি প্রয়াত বাবাসাহেব পুরান্দারে কী হিসেবে বিখ্যাত ছিলেন ?
ক) পরিবেশ কর্মী
খ) স্বাধীনতা সংগ্রামী ✓
গ) ইতিহাসবিদ
ঘ) সাংবাদিক
34. আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয় কবে?
 ক) ১৫ই নভেম্বর
 খ) ১৬ই নভেম্বর ✓
গ) ১৭ই নভেম্বর
ঘ) ১৮ই নভেম্বর
35. শিশুদের জুতো প্রস্তুতকারক কোম্পানি Plaeto -এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে?
ক) বরুণ ধাওয়ান
খ) বিরাট কোহলি
গ) রাহুল দ্রাবিড়✓
 ঘ) রণবীর কাপুর
36. ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে?
ক) রাহুল দ্রাবিড়
খ) মহেন্দ্র সিং ধোনি
গ) ভিভিএস লক্ষ্মণ ✓
ঘ) কপিল দেব
37. সম্প্রতি প্রয়াত আনন্দ শঙ্কর পান্ডিয়া কে ছিলেন?
ক) লেখক ✓
খ) অভিনেতা
গ) রাজনীতিবিদ্
 ঘ) ক্রিকেটার
38. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে চতুর্থবার নির্বাচন জিতলেন Jose Daniel Ortega?
ক) সার্বিয়া
খ) নিকারাগুয়া ✓
গ) ফিলিপিন্স
ঘ) ইউক্রেন
39. কততম সংবিধান সংশোধনীতে সিকিম ভারতের রাজ্য হিসাবে বিবেচিত হয়?
ক) ৩৬তম ✓
খ) ৩৮তম
গ) ৪০ তম
ঘ) ৩৯ তম
40. সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে আইন ছাড়া কোনপ্রকার কর আরোপ বা সংগ্রহ করা যায় না?
ক) ২৬৫
খ) ২৬৬✓
গ) ৩০০
ঘ) ৩৬৬
41. নীচের কোন রাজ্যটি সেভেন সিস্টারের সদস্য নয় ?
ক) অসম✓
খ) মেঘালয়
গ) ত্রিপুরা
ঘ) সিকিম
42. পারমাণবিক শক্তি দপ্তর কোন্ মন্ত্রকের অধীন?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রতিরক্ষা
গ) শক্তিমন্ত্রক
ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি
43. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?
ক) ২৪ জানুয়ারি
 খ) ২৫ জানুয়ারি ✓
গ) ২৬ জানুয়ারি
 ঘ) ২৭ জানুয়ারি
44. 'A Foreign Polic of India' কার লেখা?
 ক) আই.কে. গুজরাল
খ) আদবাণী
গ) টয়নবি
ঘ) V.N. Khanna✓
45. লিবারহান কমিশন কিসের জন্য গঠিত হয়?
ক) পশুখাদ্য কেলেঙ্কারী
খ) বাবরি মসজিদ ধ্বংস ✓
গ) সংখ্যালঘু সংরক্ষণ
ঘ) প্রশাসনিক ট্রাইবুনাল
46 কোন্ সাধারণ নির্বাচনে কংগ্রেস প্রথমবার সংখ্যা গরিষ্ঠতা হারায়?
ক) ১৯৬৭
খ) ১৯৭৭✓
গ) ১৯৮০
ঘ) ১৯৯৫
47. কত বছর অন্তর - অন্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর ✓
48. নিম্নের কোন্ বিষয়টি যুগ্ম তালিকায় আছে?
ক) কৃষি
খ) শিক্ষা ✓
গ) পুলিশ
ঘ) প্রতিরক্ষা 

49. ত্রিপাক্ষিক সংঘর্ষে কোন রাজবংশ লিপ্ত ছিল না?
 A. চালুক্য ✓
B. পাল
C. রাষ্ট্রকূট
D. প্রতিহার
50. কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় ?
A. 323 খ্রিস্টপূর্বদে
B. 324 খ্রিস্টপূর্বাব্দে
C. 326 খ্রিস্টপূর্বাব্দে -
D. 320 খ্রিস্টপূর্বাব্দে✓

Top 100 mcq Question Click Hear 
Geography Mock Test Set-04 Click Hear
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)