আধুনিক ভারতের ইতিহাস Mock Test || History Mock Test For wbcs ||

0

 আধুনিক ভারতের ইতিহাস Mock Test || History Mock Test For wbcs ||

আধুনিক ভারতের ইতিহাস Mock Test || History Mock Test For wbcs ||

হ্যালো বন্ধুরা,
 আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের এই পোস্টটিতে আমরা বাছাই করা ৫০ টা ইতিহাস জিকে কোশ্চেন তোমাদের জন্য আপলোড করছি।
আজকের এই প্রশ্নগুলো যেটি তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ যেমন WBCS, WB POLISH, RAILWAY GROUP D, RRB, NTPC, PSC , FOOD SI, প্রভৃতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজকের আমাদের এই ৫০ টা ইতিহাসের কোশ্চেন তোমাদের ফুড এসআই এর জন্য বিশেষ করে প্রয়োজন হবে। এখন থেকে আমরা প্রথম চেষ্টা করছি এইরকম ভাবে ৫০টা করে জিকে প্রথম সাবজেক্ট তোমাদের জন্য আমরা আপলোড করব আমাদের এই পেজটিতে। অর্থ এরকম পড়াশোনার নোট পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করো।
 
1. মহেন-জো-দারো কথাটির অর্থ কি ছিল ?
(A) মৃতের ঘর
(B) মৃতের স্তূপ ✓
(C) মৃত দেহ
(D) কোনোটিই নয়
2. কোন প্রতিহার রাজ আদি বরাহ উপাধি নিয়েছিলেন
(A) মিহিরভোজ✓
(B) প্রথম নাগভট্ট
(C) দ্বিতীয় নাগভট্ট 
(D) মহেন্দ্ৰপ্ৰতাপ
2. তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হন?
(B) মহম্মদ ঘোরি
(A) সুলতান মামুদ
(C) পৃথ্বীরাজ চৌহান ✓
(D) আকবর
3. কুষানরা কোন বংশের শাখা?
(A) দাইচি
(B) প্যানচি 
(C) ইউচি✓
(D) সিইউকি
4. হরপ্পা সভ্যতায় ব্যবসা-বানিজ্যের সঙ্গে যুক্ত বনিকদের কি বলা হয় ?
(A) পাণি ✓
(B) ভিষক
(C) শত অরিত্র 
(D) শতপতি
5. জেব উন্নিসা কোন বাদশাহের কন্যা ছিলেন ?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) সম্রাট ঔরঙ্গজেব✓
(D) দ্বিতীয় বাহাদুর শাহ
6. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
(A) বাবর 
(B) মির মহম্মদ মাসুম
(C) ইব্রাহিম লোদী✓
(D) খিরিজ খাঁ
7. ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন ?
(A) 1495
(B) 1496
(C) 1497 
D) 1498✓
8. “এ হিস্ট্রি অব ইন্ডিয়া” গ্রন্থটি কার লেখা ?
(A) আর.সি.মজুমদার✓
(B) রোমিলা থাপার
(C) ভিনসেন্ট স্মিথ
(D) ডি.ডি.কোশাম্বি
9. হিন্দুস্থানের তোতাপাখি নামে খ্যাত আমির খসরু কার সমকালীন কবি ছিলেন ?
(A) আলাউদ্দিন খলজি✓ 
B. মহম্মদ বিন তুঘলক 
(C) ইলতুৎমিস
(D) গিয়াসুদ্দিনবলবন
10. কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল?
(A) হর্ষবর্ধন
(B) অশোক
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) কনিষ্ক✓
11. বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন (১৭৭৪)?
(A) কর্নওয়ালিশ 
(B) কার্ডিয়ার
(C) ক্লাইভ✓
(D) ওয়ারেন হেস্টিংস
বুদ্ধদেবকে জ্ঞান ও করুনারমহাসিন্ধু বলা হয়েছে কোন গ্রন্থে?
(A) জাতক কাহিনী
(B) বুদ্ধচরিত্র
(C) অমরকোশ ✓
(D) দ্যালাইট
12. কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন ?
(B) সমুদ্রগুপ্ত
(A) আলাউদ্দিন খলজি✓
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) কনিষ্ক
13.কত খ্রীঃ তৈমুরলঙ ভারত আক্রমন করেন ?
(A) 1370
(B) 1398✓
(C) 1408
D. 1498
14. আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) মানসিংহ 
(B) বৈরাম খাঁ
(C) টোডরমল✓
(D) বীরবল
15. নিম্নলিখিত কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দুধর্মীয় সংযোগ প্রমান করে ?
(A) শিবের মূর্তি✓
(B) ষাঁড়ের মূর্তি
(C) স্নানাগার 
(D) অলংকার
16. কোন মোগল সম্রাটের আদেশে শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করা হয় ?
(A) আকবর
(13) ঔরঙ্গজেব✓
(C) জাহাঙ্গির
(D) শাহজাহান
17. শামস-ই-সিরাজ রচিত গ্রন্থটি হল-
(A) খাজাইন-উল-ফুতুহ
(B) তারিখ-ই-ফিরোজ✓
(C) তাজ-উল-মাসির
(D) আশিক
18. হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে হয়-
(A) রানা প্রতাপ সিং ✓ 
(B) মানসিংহের 
(C) জয়সিংহের
(D) শেরশাহ
19. মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন ?
(A) গনিতজ্ঞ হিসেবে
(B) জ্যোতিষবিদ হিসেবে
(C) সংগীতজ্ঞ হিসেবে✓ 
(D) কোনোটিই নয়।
20. দিল্লির পুরানা কিল্লা কে নির্মান করেন ?
(A) আকবর 
(B) শেরশাহ✓
(C) বাবর
(D) শাহজাহান
21. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি?
 A. জয়নুল আবেদিন
(C) ইলতুৎমিস
(B) আলাউদ্দিন খিলজী✓
(D) ফিরোজ তুঘলক
22. সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল
(A) শিলাপিপি
(B) মুদ্রা
(C)খননকার্যজাত প্রত্নবস্তু ✓ 
(D) তালাপাতার পুঁথি
23. আলিনগরের সন্ধি কত সালে হয়েছিল ?
(A) 1755
(B) 1756
(C) 1758
(D) 1757✓
24. দরবেশের সুলতান' নামে কে পরিচিত ছিলেন ?
A. কুতুব উদ্দিন আইবক
(B) নাসিরুদ্দিন মহম্মদ ✓
C.  ইলতুৎমিস
D. কাইকোবাদ
25. হুমায়ুন নামা কার লেখা ?
A. আকবর
B. গুলবদন বেগম /
C. আবুল ফজল
D. জাহাঙ্গীর
26. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?
(A) গঙ্গা
(B) সিন্ধু ✓
C. ব্রহ্মপুত্র
D. ভাগীরথী
 27. ত্রিপাক্ষিক সংঘর্ষে কোন রাজবংশ লিপ্ত ছিল না?
 (A) চালুক্য ✓
(B) পাল
(C) রাষ্ট্রকূট
(D) প্রতিহার
28. কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় ?
(A) 323 খ্রিস্টপূর্বদে
(B) 324 খ্রিস্টপূর্বাব্দে
 (C) 326 খ্রিস্টপূর্বাব্দে -
(D) 320 খ্রিস্টপূর্বাব্দে✓
29. নর্ডিক জাতি কাদের বলা হয়?
(A) হরপ্পাবাসী
B. আর্য ✓
C. কোনোটিই নয়
(D) রাজপুত
30. শিখগুরু রামদাসকে অমৃতসরকে কোন মুঘলসম্রাট জমি দিয়েছিলেন ?
(A) আকবর✓
(B) জাহাঙ্গির
(C) শাহজাহান
(D) দ্বিতীয় বাহাদুর শাহ
31. অজন্তার গুহামন্দির কোন রাজার আমলে নির্মিত ?
(A) পল্লবরাজাদের
(B) চোলরাজাদের✓
(C) সেনরাজাদের
(D) পালরাজাদের
32. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. রুকুউদ্দিন ফিরোজ
 B. আলাউদ্দিন খলজী
(B) গিয়াসউদ্দিন বলবন
(D) জালালউদ্দিন খলজি ✓
33. কোন বছর ঘর্ঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল ?
(A) 1528 খ্রী:
(B) 1525 খ্রী:
(C) 1530 খ্রী:
(D) 1529 খ্রীঃ ✓
34. কোন মোগল সম্রাট অমৃতসরে স্বর্নমন্দির নির্মানের জন্য জমি প্রদান করেনা ?
(A) আকবর✓
(B) জাহাঙ্গির
(C) শাহজাহান
(D) হুমায়ুন
35. আকবর বিভিন্ন প্রকার স্তস্ত সমন্বিত পাঁচমহলটি কোথায় নির্মান করেন ?
(A) শিল্পী
(B) আগ্রা
(C) ফতেপুরসিক্রি ✓
 (D) কাবুল
36. 'রামচরিতমানস' গ্রন্থের লেখক কে?
(A) কালিদাস
(B) তুকারাম
(C) তুলসিদাস✓
(D) আমীর খসরু
37. প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু
 (A) খ্রিঃ পূঃ প্রথম শতকে হয়-
(B) খ্রীস্টিয় তৃতীয় শতকে
 (C) খ্রিঃ পূঃ দশম শতকে
(D) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে✓
38. বিমাদের চরিত কার লেখা?
(A) হর্ষবর্ধন
(B) বানভট্ট
(C) বিলহন ✓
(D) ভারবি
39. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক-
(A) দস্তিদুর্গ পতি
(B) প্রথম অমোঘবর্ষ
(C) দ্বিতীয় রাজেন্দ্র
(D) তৃতীয় গোবিন্দ ✓
40. বাংলার আকবর হলেন-
(A) হুসেন শাহ✓
(B) ফিরেজ শাহ
(C) আলাউদ্দিন খিলজী
(D) নসরৎ শাহ
41. আরবরা কত খ্রীঃ সিন্ধুদেশ জয় করে ?
(A) 612
(B) 712✓
(C) 812
(D) 710
42. বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত?
(A) লাহোর
 (B) সাসারাম
(C) কাবুল✓
(D) সিকান্দ্রা
43. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?
(A) গুরু গোবিন্দ সিংহ
 (B) শ্রীচৈতন্য✓
(C) শঙ্করাচার্য
(D) মীরাবাঈ
44. কনৌজ ও বিশ্বগ্রামের যুদ্ধে শেরখাঁ কাকে পরাজিত করেন?
(A) জাহাঙ্গির
(B) হুমায়ুন✓
(C) আদিলশাহ
(D) আকবর
45. নুরজাহান শব্দের অর্থ কি?
(A) জগতের শব্দ
(B) জগতের বানী
(C) জগতের আলো ✓
D) জগতের আলোড়ন
46. শিবাজীর রাজধানী কোথায় ছিল?
(A) চিতোর
(B) রায়গড়✓
(C) পুনা
D) এলাহাবাদ
 47. মোঘলদের রাজধানী কোথায় ছিল?
(A) দিল্লী
(B) আগ্রা✓
(C) পুনা
(D) এলাহাবাদ
48. তৃতীয় পানিপথের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল ?
(A) ইংরেজরা
(B) মারাঠারা✓
(C) নিজামরা
(D) শিখরা
49. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে?
(A) 1705
(B) 1706
(C) 1707✓
(D) 1708
50. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
(A) দশম অঙ্গ
(B) একাদশ অঙ্গ
(C)দ্বাদশ অঙ্গ✓
(D) ব্রয়োদশ অঙ্গ
 
 5000+ Gk Book For Free Click Hear
 
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)