CETE পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু || কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা পদে চাকরির জন্য|
CTET পরীক্ষা 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরম ফিলাপ করতে পারবেন কিনা তা বিস্তারিত জানার জন্য আমাদের এই পোস্টটি পড়ুন। আপনি কি ভাল চাকরি করছেন? যদি হ্যাঁ তাহলে আমাদের এই পোস্টটি পড়ুন ।
আপনি কি TET -C পরীক্ষা নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন? তাহলে আপনারা CTET পরীক্ষার আবেদন করতে পারেন। CTET পরীক্ষা ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আরো খবর এবং আপডেট জানার জন্য নিচে দেয়া বিভাগ গুলি পড়ুন।
এই ফরম ফিলাপ করতে যে যে যোগ্যতা লাগবে তা বিস্তারিত জানুন।
CTET Application Form 2024:
কেন্দ্রীয় বিদ্যালয় ,নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কয়েকশো শিক্ষক ও শিক্ষিকা পদে পরীক্ষার দরখাস্ত নেয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই সব স্কুলে চাকরির জন্য দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত Central teachers eligibility test পরীক্ষায় সাফল্য রাই একমাত্র এসব স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদে চাকরি করার জন্য আবেদন করার যোগ্য। তবে যারা ডি. এড. কোর্স করেছেন তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের যোগ্য (CTET Eligibility):
1.প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (I-V) : নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য : (১) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে।
(২) মোট অন্তত ৪৫% (তপশিলী, ও.বি.সি. হলে ৪০%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এন.সি.টি.ই.'র ২০০২ সালের নিয়মানুযায়ী এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে।
(৩) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ডিগ্রি (বি.এল.এড.) কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড হয়ে থাকলে।
(৪) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) এর ২ বছরের কোর্স পাশ হলে কিংবা অ্যাপিয়ার্ড হয়ে থাকলে।
ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (VI-VIII) : নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য :
(১) ডিগ্রি কোর্স পাশরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ বা, এবছরের ফাইনাল পরীক্ষার্থী হলে।
(২) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে
ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের বি.এড. কোর্স পাশ হলে।
(৩) মোট অন্তত ৪৫% (তপশিলী, ও.বি.সি. হলে ৪০%) নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা এন.সি.টি.ই.'র নিয়মানুযায়ী ১ বছরের বি.এড. কোর্স পাশ হলে।
(৪) মোট অন্তত ৫৭% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশরা ৪ বছরের এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি
(বি.এল.এড.) কোর্স পাশ হলে।
1(৫) আট চিতি, (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে ঈদমাত্যহিক পাশনা ৪ বছরের বি.এ./ বি.এসসি. এড. বা., বি.এ.(এড.)বি.এসসি. (এড.) কোর্স পাশ বা, পরীক্ষার্থী হলে। (৬) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের বি.এড. (স্পেশাল এডুকেশন) কোর্স পাশ বা, পরীক্ষার্থী হলে ।ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবছরের পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে নিশ্চিত থাকতে হবে।
CTET Exam Process:
'Central Teacher Eligibility Test (CTET)' পরীক্ষার মাধ্যমে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সি.বি.টি.) পরীক্ষা হবে ২১ জানুয়ারি। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে : কলকাতা, দুর্গাপুর, আগরতলা, গ্যাংটক, সম্বলপুর, ভুবনেশ্বর, রাঁচী, ধানবাদ, বোকারো, শিলচর, গুয়াহাটি, পটনা, গয়াতে। প্রশ্ন হবে বাংলা, ইংরিজি, হিন্দি, অসমীয়া, সংস্কৃত-সহ দেশের ২০টি আঞ্চলিক ভাষায়। যে কোনো দু'টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। প্রথম পেপারে আড়াই ঘন্টার পরীক্ষা হবে বেলা সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের আড়াই ঘন্টার পরীক্ষা হবে ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। দুই পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। নেগেটিভ মার্কিং নেই।
যারা ভাবছেন ক্লাস ফাইভ ও ক্লাস সিক্সের দুটরি পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পাবেন ওয়েবসাইট থেকে।
যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের পরীক্ষা দেবেন তাদের বেলায় 150 নাম্বারের পরীক্ষা হবে এবং তাদের সঙ্গে থাকবে 150টি কোশ্চেন MCQ আকারে কোশ্চেন থাকবে।
যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দেবে তাদের জন্য ১৫০ নাম্বারের পরীক্ষা ১৫০ টি কোশ্চেন থাকবে। প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে ৬০% নাম্বার পেয়ে কোয়ালিফাই করতে পারবে ফল বেরোবে পরীক্ষা শেষ হওয়ার ৬ সপ্তার মধ্যে। CTET পরীক্ষার দরখাস্ত জমা নেওয়া হবে ২৩ নভেম্বর পর্যন্ত CTET অফিসিয়াল ওয়েবসাইটে।
Merchant Navy New Recruitment Click Hear

