ইউপি পুলিশ কনস্টেবল শূন্য পদ ২০২৩ অনলাইন ফ্রম এর জন্য আবেদন করুন || UP SI New Vacancy 2023|| UPSI/ASI Notification
ইউপি পুলিশ কনস্টেবল শূন্য পদ ২০২৩ অনলাইন ফ্রম এর জন্য আবেদন করুন। আপনি কি পুলিশ কনস্টেবল এর আবেদনপত্রের জন্য অপেক্ষা করছিলেন? যদি হ্যাঁ তাহলে আমাদের এই পোস্টটিকে ভালো করে মনোযোগ সহকারে পড়ুন। কারণ এই পোস্টটিতে আমরা আপনাকে ইউপিএসসি পুলিশ কনস্টেবল অনলাইন ফর্ম ২০২৩ এর ফর্ম এর জন্য সম্পূর্ণ তথ্য আপডেট থাকবে। ইউপি পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে। সুতরাং, যোগ্য প্রার্থী শূন্য আসনের জন্য ইউপি পুলিশ ২০২৩ পূরণ করতে পারেন বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা ইউপি পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি ২০৩০ এর জন্য আবেদন করতে পারেন। @uppolice.gov.in
আপনি কি ইউ পি পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য অপেক্ষা করছেন যদি হ্যাঁ তাহলে এখন আপনি আপনার ফর্ম আবেদন করতে পারেন কারণ আজ ইউপি পুলিশ কনস্টেবলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরো খবর এবং আপডেট নেওয়ার জন্য আমাদের এই পোস্টটিকে ভালো করে পড়ুন তাহলে ইউপি পুলিশ ২০২৩ আবেদনপত্র শুরু তারিখ যোগ্যতা আবেদন ফি এবং বেতন কত সম্পূর্ণ জানা যাবে।
UP Police Constable Important Dates:
অনলাইন আবেদন শুরু: 27/12/2023
আবেদনপত্র করার শেষ সময়: 16/01/2024
লাস্ট ডেট এক্সাম ফি: 18/01/2024
UP Police Constable Application Fees:
জেনারেল স্টুডেন্টদের জন্য ৪০০ টাকা লাগবে, SC/ST স্টুডেন্টদের জন্য ৪০০ টাকা লাগবে। এই টাকাটি পেমেন্ট করতে হবে অনলাইন মাধ্যমে।
UP Police Constable Age Limit:
ফ্লাপ করার জন্য বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে ছেলেদের এবং মেয়েদের হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
UP Police Constable Recruitment 2023 Qualification:
ইউপি পুলিশ কনস্টেবল ২০২৩ এর ফরম ফিলাপ করতে হলে 12 ক্লাস পাস হতে হবে।
UP Police Constable Physical Standard:
ইউপি পুলিশ কনস্টেবলের বেলায় ছেলেদের হাইট লাগবে, ১৬৮ সেমি SC/UG/OBC জন্য, এবং Male ST জন্য ১৬০ সেন্টিমিটার মেলদের জন্য মেয়েদের জন্য হাইট লাগবে ১৫২ সেন্টিমিটার এবং জেনারেল মেয়েদের জন্য ১৫৭ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। বুকের চেস্ট এর সাইজ SC/UG/OBC দের জন্য 79-84, Male ST 77-82 cm . 4.8 km রান ২৫ মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের। মেয়েদের 2.4 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে ১৪ মিনিটে।
UP SI New Vacancy 2023 Exam Pattern:
- প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফাইনাল এক্সাম এর উপর ভিত্তি করে ক্যান্ডিডেট বাছাই করা হবে।
- লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ কোশ্চন রাখা হবে।
- লিখিত পরীক্ষা হবে ৩০০ নাম্বারে যাওয়ার সময় হবে দুই ঘন্টা।
- এই লিখিত পরীক্ষাতে চারটি বিষয় থাকবে (1) সাধারণ জ্ঞান, (2) সাধারণ হিন্দি (3) সংখ্যাগত এবং মানসিক ক্ষমতা এবং (4) মানসিক যোগ্যতা, আইকিউ এবং যৌক্তিক ক্ষমতা।
- এই পরীক্ষায় ভুল উত্তর দেয়ার জন্য নেগেটিভ মার্কিন থাকবে।
- লিখিত পরীক্ষায় মোট ১৫০ টি কোশ্চেন থাকবে যার প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য দুই নাম্বার করে থাকবে।
- প্রত্যেকটি প্রশ্ন ভুলের জন্য 0.5 নাম্বার করে কেটে নেওয়া হবে।
- এ লিখিত পরীক্ষা OMR ভিত্তিক পরীক্ষা পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে।
How to Apply UP SI New Vacancy 2023:
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে নিয়ে সম্পূর্ণ ফর্মটিকে ফ্লাপ করতে হবে। ফরম ফিলাপ করার জন্য একটা মেইল আইডি লাগবে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৬ই জানুয়ারি 2024|
.jpg)