5000+ General knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব -1 || General knowledge MCQ in Bengali
বিভিন্ন প্রতিযোগী মূলক পরীক্ষা জেনারেল নলেজ থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইতিহাস ভূগোল পশ্চিমবঙ্গ ভূগোল আন্তর্জাতিক ভূগোল ভারতের ভূগোল ভারতের ইতিহাস সায়েন্স পলিটিকাল সায়েন্স ইত্যাদি বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতি পরীক্ষায় প্রস্তুতির জন্য খুবই প্রয়োজনীয়।
General knowledge in Bengali, ভারতের ইতিহাস, আধুনিক ইতিহাস, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অর্থনৈতিক mcq, ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব।
General knowledge in Bengali, wbpsc food si mock test in bengali, Food si mock test gk, gk mock test in bengali, Railway Mock Test, NTPC Mock Test In Bengali,
এই ফ্রিজের মাধ্যমে আমরা পাঁচ হাজার প্লাস জেনারেল নলেজের প্রশ্ন যেগুলি আগামী সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। এই পেজে জেনারেল নলেজের প্রশ্ন যেখানে প্রতিটি পেজে 20টি করে গুরুত্বপূর্ণ General knowledge MCQ in Bengali দেয়া হয়েছে। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন আর কতগুলো উত্তর আপনার জানা আছে চেক করে নিন।
1.ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
(A)মধ্যপ্রদেশ
(B) তামিলনাড়ু
(C) মহারাষ্ট্র
(D)উত্তরপ্রদেশ
Ans. মহারাষ্ট্র
2. নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত ?
(A) আইনস্টাইন
(B)নিলস বোর
(C)হাইজেনবার্গ
(D)মাদাম কুরি
Ans. (A) আইনস্টাইন
3. কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে ?
(A) অস্ট্রেলিয়া
(B) ইউ.এস.এ.
(C)গ্রেট ব্রিটেন
(D)কানাডা
Ans. (A) অস্ট্রেলিয়া
4. আলফ্রেড নোবেল নীচের কোনটি উদ্ভাবন করেছিলেন ?
(A)X-রশ্মি
(B) ডায়নামো
(C)ডিনামাইট
(D)ডিজেল ইঞ্জিন
Ans. (C)ডিনামাইট
5.রজার ফেডার যে খেলার সাথে যুক্ত তা হল?
(A) ফুটবল
(B) ব্যাডমিন্টন
(C)হকি
(D) টেনিস
Ans. (D) টেনিস
6.নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি ?
(A) জুনো
(B) ডন
(C)ইউরোপা
(D) গ্যালিলিও
Ans. (A) জুনো
7.ভারতের জাতীয় পক্ষী হল -
(A) কাক
(B) ঈগল
(C) ময়ূর
(D) বক
Ans. (C) ময়ূর
8. মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
(A)৪৪টি
(B) ৪৬টি
(C) ৪৮টি
(D)২৩টি
Ans. (B) ৪৬টি
9.জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে?
(A)১ মে
(B)১১ই মে
(C)১২ই মে
(D)১৪ই মে
Ans. (B)১১ই মে
10.আন্তর্জাতিক শ্রমিক দিবস কবেপালন করা হয় ?
(A)১৫ই জুন
(B) ১লা মে
(C) ৫ই মে
(D) ১০ই মে
Ans. (B) ১লা মে
১১. সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি?
(A) তেলেঙ্গানা
(B) ছত্তিসগড়
(C) উত্তরাখণ্ড
(D)ঝাড়খণ্ড
Ans. (A) তেলেঙ্গানা
১২. মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?
(A) জন মার্শাল
(B) দয়ারাম সাহানি
(C) রাখালদাস ব্যানার্জি
(D) বিপিন ঘোষ
Ans. (C) রাখালদাস ব্যানার্জি
13. হিমোগ্লোবিনের কাজ হল -
(A) রক্তাল্পতা রোধ করা
(B) ব্যাকটেরিয়া ধ্বংস করা
(C) অক্সিজেন পরিবহন করা
(D) শক্তির ব্যবহার করা
Ans. (C) অক্সিজেন পরিবহন করা
14.এঞ্জেল জলপ্রপাত কোথায়
(A) জিম্বাবোয়ে
(B) ভেনেজুয়েলা
(C) কানাডা
(D) সুইজারল্যান্ড
Ans. (B) ভেনেজুয়েলা
15.বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় ?
(A) ৫ই জুন
(B) ১৬ই সেপ্টেম্বর
(C) ১২ই মে
(D) ২২শে এপ্রিল
Ans. (D) ২২শে এপ্রিল
16.ঝুম হল -
(A)একটি চাষের পদ্ধতি
(B) একটি লোকনৃত্য
(C) একটি নদীর নাম
(D) একটি উপজাতি
Ans. (A)একটি চাষের পদ্ধতি
17.আনন্দমঠ গ্রন্থের লেখক কে ?
(A) মধুসূদন দত্ত
(B) স্বামী বিবেকানন্দ
(C) নবীনচন্দ্র সেন
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans. (D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. ভিটামিন A এর ঘাটতির ফলে যেটি হয়, সেটি হল -
(A) রাতকানা
(B) স্কার্ভি
(C) রিকেট
(D) চুল পড়া
Ans. (A) রাতকানা
19.পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
(A) মাথায়
(B) হাতে
(C) পায়ে
(D) পেটে
Ans. (A) মাথায়
২0. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন ?
(A) ভারত
(B) আমেরিকা
(C) চীন
(D) ফ্রান্স
Ans. (C) চীন
21. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
(A) ৭১০ খ্রিস্টাব্দে
(B) ৭১২ খ্রিস্টাব্দে
(C) ৭১৪ খ্রিস্টাব্দে
(D) ৭১৬ খ্রিস্টাব্দে
Ans. (B) ৭১২ খ্রিস্টাব্দে
22. সম্প্রতি কোন রাজ্যে কালানমক রাইস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হল ?
(A) গুজরাট
(B)উত্তর প্রদেশ
(C)পাঞ্জাব
(D)হরিয়ান
Ans. (B)উত্তর প্রদেশ
23.শকাব্দের প্রবর্তক কে ?
(A)কনিষ্ক
(B) বিক্রমাদিত্য
(C) রুদ্রমন
(D) অশোক
Ans. (A)কনিষ্ক
24. 'দ্য লাইট অফ এশিয়া' বইটি মূলত কার ওপরে লেখা ?
(A) মহাবীর
(B) গৌতম বুদ্ধ
(C) আলেকজান্ডার
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
Ans. (B) গৌতম বুদ্ধ
25. সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?
A ভারতনাট্যম
(B) কথক
(C)কথাকলি
(D)মণিপুরি
Ans. (C)কথাকলি
WBPSC Food SI MOck Test Set-15 Click Hear
WBCS History Mock Test Set-03 Click Hear