40+ Free Mock Test For Competitive Exam 2023 || জিকে মক টেস্ট Gk-01

0

40+ Free Mock Test For Competitive Exam 2023 || জিকে মক টেস্ট || 

  হ্যালো বন্ধুরা,

আজ আমরা তোমাদের সামনে 40+ Free Mock Test For Competitive Exam 2023 শেয়ার করছি। যার বেশিরভাগ প্রশ্ন বিগত কয়েক বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কমন ছিল।


যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য General knowledge MCQ তে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। যে কোনো পরীক্ষার সিলেবাসে General knowledge MCQ একটি আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছে। সেই কারণে তোমাদের প্রস্তুতিতে যাচাই করার জন্য আজ 40+ Free Mock Test For Competitive Exam 2023 তোমাদের সামনে নিয়ে এসেছি।

১. পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় ?
i)
লিথোলজি
ii)
হিস্টোলজি
iii)
এনটোমোলজি
iv)
এমব্রায়োলজি
উত্তর- এনটোমোলজি

২. কোন বছর থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়়া হয় ?
i)
১৯৭৫ সাল
ii)
১৯৬৫ সাল
iii)
১৯৬১ সাল
iv)
১৯৬৯ সাল
উত্তর- ১৯৬৯ সাল থেকে

৩. লিরাকোন দেশের মুদ্রার নাম ?
i)
জাপান
ii)
দক্ষিণ আফ্রিকা
iii)
রাশিয়া
iv)
ইতালি
উত্তর- ইতালি

৪. বিশ্বকাপ ফুটবল কতসালে শুরু হয়েছিল ?

i) ১৯২৪ সালে
ii) ১৯৩০ সালে
iii) ১৯৩৫ সালে   
iv) ১৯২৮ সালে

উত্তর- ১৯৩০ সালে

৫. দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম কী ?
i)
সুরিনাম
ii)
তানজানিয়া
iii)
জিম্বাবোয়ে
iv)
জাম্বিয়া
উত্তর- জিম্বাবোয়ে

৬. প্রতিবছর কত তারিখে বিশ্বতামাক বর্জন দিবস পালিত হয় ?
i)
২৯ মে
ii)
৩১ মে
iii)
১৭ মে
iv)
৮ মে
উত্তর- ৩১ মে

৭. কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক স্বর্ণদন্ড ?
i)
কানাডা
ii)
মার্কিন যুক্তরাষ্ট্র
iii)
রাশিয়া
iv)
চিন
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র

৮. কোন দেশের সরকারি নথির নাম হোয়াইট বুক’ ?
i)
ইতালি
ii)
নেদারল্যান্ড
iii)
জার্মান
iv)
বেলজিয়াম
উত্তর-জার্মান

৯. কোন নদীর তীরে সম্বলপুর অবস্থিত ?
i)
মহানদী
ii)
নর্মদা

iii) যমুনা
iv)
শতদ্রু
উত্তর-মহানদী

১০ . কেন দেশের পার্লামেন্টের নাম ডায়েট’ ?
i)
ইরাক
ii)
জাপান
iii)
ভূটান
iv)
ইতালি
উত্তর- জাপান


১১. কোন খেলার সাথে কানাডা কাপ যুক্ত ?
i)
ক্রিকেট
ii)
ফুটবল
iii)
হকি
iv)
গল্ফ
উত্তর- গল্ফ


১২.হ্যামলেটকার সৃষ্ট চরিত্র ?
i)
শেক্সপিয়র
ii)
মেরি শেলি
iii)
লিও টলস্টয়
iv)
কিটস
উত্তর- শেক্সপিয়র


১৩. মহঃ ইকবাল কোন ভাষার লেখক ?
i)
বাংলা
ii)
সংস্কৃত
iii)
উর্দু
iv)
হিন্দি
উত্তর- উর্দু


১৪. অল ইন্ডিয়া রেডিও’-র নাম আকাশবাণী হয় কত সালে ?

i) ১৯৫৭ সালে

ii) ১৯৪৭ সালে

iii) ১৯৫০ সালে

iv) ১৯৫৮ সালে

উত্তর- ১৯৫৭ সালে


১৫. রেনেসাঁস যুগের কোন চিত্রশিল্পী ডিভাইন পেন্টার নামে খ্যাত ?
i)
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ii)
পাবলো পিকাসো
iii)
রাফায়েল
iv)
ভ্যান গগ
উত্তর- রাফায়েল


১৬.উইন্ডসর হাউসটি কোন দেশে অবস্থিত ?
i)
ব্রিটেন
ii)
কানাডা
iii)
মার্কিন যুক্তরাষ্ট্র
iv)
রাশিয়া
উত্তর- ব্রিটেনে


১৭.২০১০ সালে ভারতের কোন শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ?
i)
মুম্বাই
ii)
হায়দ্রাবাদ
iii)
দিল্লি
iv)
চেন্নাই
উত্তর-দিল্লি


১৮. এশিয়া উন্নয়ন ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
i)
সিওল
ii)
ম্যানিলা
iii)
টোকিও
iv)
ব্যাংকক
উত্তর- ম্যানিলা


১৯. কোন নদীর তীরে বোলপুর অবস্থিত ?

i) কোপাই
ii)
তোর্সা
iii)
অজয়
iv)
জলঙ্গি
উত্তর- কোপাই


২০.ইন্দিরা গান্ধী গোল্ডকাপপুরস্কার কোন খেলার জন্য দেওয়া হয় ?
i)
মহিলা ফুটবল
ii)
মহিলা হকি
iii)
মহিলা ব্যাডমিন্টন
iv)
মহিলা বাস্কেটবল
উত্তর মহিলা হকির জন্য


২১. প্রতিবছর বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?
i)
২৫ মার্চ
ii)
২১ মার্চ
iii)
১৫ মার্চ
iv)
৮ মার্চ
উত্তর- ১৫ মার্চ


২২. কোন মহাসাগরে স্যান্ডউইচ দ্বীপটি অবস্থিত ?
i)
ভারত মহাসাগরে
ii)
প্রশান্ত মহাসাগরে
iii)
আটলান্টিক মহাসাগরে
iv)
কোনটিই নয়
উত্তর- আটলান্টিক মহাসাগরে


২৩.জেন্দ আবেস্তাকোন ধর্মের ধর্মগ্রন্থ ?
i)
জৈন
ii)
বৌদ্ধ
iii)
বৈষ্ণব
iv)
পারসিক
উত্তর- পারসিক

২৪. নিম্নের কোনটি দক্ষিণ ভারত মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণীঝড় ?
i)
উইলি উইলিস
ii)
টাইফুন
iii)
সাইক্লোন
iv)
হ্যারিক্যান
উত্তর- উইলি উইলিস


২৫. আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরানের রেকর্ড শচিন টেন্ডুলকর কোন শহরের স্টেডিয়ামে করেছেন ?
i)
বরোদা
ii)
গোয়ালিয়র
iii)
রাজকোট
iv)
আমেদাবাদ
উত্তর- গোয়ালিয়র


২৬. কোন দেশের নৌবহর আর্মাডানামে পরিচিত ?
i)
পর্তুগাল
ii)
নেদারল্যান্ডস
iii)
ইংল্যান্ড
iv)
স্পেন
উত্তর- স্পেন


২৭.MAB এর পুরো নাম কি ?
i)Man Awareness Biosphere
ii)Man Active Awareness
iii)Man and Biosphere
iv)Man Along Biosphere
উত্তর-Man and Biosphere


২৮. নিম্নে কোনটি সাদা কয়লাহিসেবে পরিচিত ?
i)
জলবিদ্যুৎ
ii)
সৌরবিদ্যুৎ
iii)
ভূতাপীয় বিদ্যুৎ
iv)
বায়ুবিদ্যুৎ

উত্তর- জলবিদ্যুৎ


২৯. কে প্রথম মহিলা শ্রেষ্ঠ পরিচালক হিসাবে অস্কার পুরস্কার পেলেন ?
i)
এলিজাবেথ টেলর
ii)
সান্ড্রা বুলক
iii)
ক্যাথরিন বিগেলো
iv)
ব্রিজেট জোনস
উত্তর-ক্যাথরিন বিগোলো


৩০. ভারতরত্ন পুরস্কারপ্রদান কত সাল থেকে শুরু হয় ?
i)
১৯৫৬ সাল
ii)
১৯৫৪ সাল
iii)
১৯৫৭ সাল
iv)
১৯৫৫ সাল
উত্তর- ১৯৫৪ সাল


৩১. ভারতের মধ্যযুগীয় মন্দিরগুলি এক ধরণের
i)
পর্যাপ্ত বৈদেশিক বাণিজ্যের উৎস।
ii)
সাংস্কৃতি কার্যাবলি
iii)
এক ধরনের স্থাপত্যের নিদর্শন
iv)
সুফি আন্দোলনের ফসল
উত্তর- এক ধরনের স্থাপত্যের নিদর্শন


৩২. সত্যজিৎ রায়ের চারুলতাকোন গল্প অবলম্বনে নির্মিত ?
i)
চতুরঙ্গ
ii)
ঘরেবাইরে
iii)
নষ্টনীড়
iv)
চোখের বালি
উত্তর- নষ্টনীড়


৩৩. কলম্বাস কোন্ সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন ?

i) ১৪৯২ সালে
ii) ১৪৯৪ সালে
iii) ১৪৯০ সালে 
iv) ১৯৯৩ সালে

উত্তর- ১৪৯২ সালে


৩৪. কাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক বলা হয় ?
i)
রাজকাপুরকে
ii)
দাদাসাহেব ফালকে
iii)
পঙ্কজকুমার মল্লিককে
iv)
বি এন সরকারকে
উত্তর- দাদাসাহেব ফালকে কে


৩৫. সবচেয়ে কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য হল
i)
ত্রিপুরা
ii)
সিকিম
iii)
মণিপুর
iv)
মিজোরাম
উত্তর- সিকিম


৩৬.UNICEF এর সদর দপ্তর কোথায়?
i)
রোম
ii)
জেনেভা
iii)
নিউইয়র্ক
iv)
প্যারিস
উত্তর- নিউইয়র্ক


৩৭. প্রকৃতির বৃক্ক কাকে বলে ?
i)
জীববৈচিত্র্যকে
ii)
ওজোনস্তরকে
iii)
জলাভূমিকে
iv)
বনভূমিকে
উত্তর- জলাভূমিকে


৩৮. নিম্নের কোনটি মহাডাস্টবিন নামে পরিচিত ?

i) সমুদ্র

ii) ধাবা

 iii) ভ্যাট

iv) নদী

উত্তর- সমুদ্র


৩৯.নীলগিরি সংরক্ষিত বায়োস্ফিয়ার অঞ্চলটি
i)
মধ্যপ্রদেশে
ii)
ওড়িশায়
iii)
কর্ণাটকে
iv)
সিকিমে
উত্তর- কর্ণাটকে

৪০. জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়
i)
স্কুলের ইকো ক্লাবের সদস্যদের নিয়ে
ii)
চাষিদের নিযে
iii)
পরিবেশ বিদদের নিয়ে
iv)
বনরক্ষীদের নিয়ে
উত্তর- স্কুলের ইকো ক্লাবের সদস্যদের নিয়ে

WBPSC Food SI Mock Test Set-11 Click Hear 

 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)